ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত  

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:০২, ৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মিনি বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিদ্যুৎ বিভাগের  দুই কর্মী নিহত হয়েছেন। 

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক  আব্দুর রহিম জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোয়াইইনি চা বাগানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন, কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ফখর উদ্দিন (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের টেকনিশিয়ান।

কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন।  কুলাউড়ার ব্রাহ্মণবাজারের লোয়াইইনি চা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি